ঢাকাশনিবার , ২৫ জুন ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

সন্তান রেখে পরকিয়া প্রেমে ভাগিনার হাত ধরে মামি উধাও

barta-tribune
জুন ২৫, ২০২২ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

৬ বছরের এক শিশু সন্তান রেখে প;রকিয়া প্রেমিক ভাগিনার হাত ধরে ঘর ছেড়েছেন এক নারী।

গত কাল ২৩ জুন) সকাল ১০ টার দিকে মেয়ের স্কুল ড্রেস ক্রয় করে দেওয়া প্রয়জন বলে বাড়ি বেড়িয়ে যায় তবে আর ফিরে আসেনি।

বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে হাতিবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী আবদুল্লাহ।

মামী সেলিনা আকতার(২৫) ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের একাব্বর আলীর মেয়ে।এবং প্রেমিক ভাগিনা সফিউল ইসলাম সফি (১৬) একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুলাল হোসেনের ছেলে।

আবদুল্লাহর দুলাভাই আনছার আলী বলেন, গত দু’বছর ধরে সেলিনা ও ভাগীনা শফির সম্পর্ক চলছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার শালিস হয়েছে।

সেলিনার স্বামী আবদুল্লাহ বলেন,আমার আদরের ৬ বছর বয়সী একটি সন্তানকে রেখে কিভাবে ভাগীনার হাত ধরে পালালো সেলিনা ভাবতেই পারিনা।সেলিনা বাড়ি থেকে যাওয়ার সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছেও বলে অভিযোগ তার।

২০১৫ সালে সেলিনা আকতার এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় আবদুল্লাহর। গত দুই বছর ধরে আবদুল্লার চাচাতো বোন বুলবুলি বেগমের ছেলে শফিউল ইসলাম সফির সাথে সেলিনা আ;কতারের পর;কিয়া প্রেম চলছিলো। সেই প্রেমের টানে গতকাল সুযোগ বুঝে পালিয়ে যায় তারা।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেলিনার স্বামী আবদুল্লাহ।

তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।