আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। শুক্রবার (২৪ জুন) সকাল থেকে একযোগে গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।
তবে প্রথম দিন হওয়ায় অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের তেমন ভিড় ছিল না বাস কাউন্টারগুলোতে। ফলে যাত্রীরা কোন প্রকার ঝামেলা ছাড়াই স্বস্তিতে টিকিট কাটতে পারছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকাল থেকে একযোগে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন হওয়ায় যাত্রীদের তেমন ভিড় নেই। তবে ৭ জুলাই তারিখের টিকিটের চাহিদা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের মাঝে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।