টাঙ্গাইলের দেলদুয়ারে সেফটি ট্যাংকের ভিতর একটি কোরবানির গরু পড়ে যাওয়ার ঘটনা ঘটে। উপজেলার নাটিয়াপাড়া গ্রামের ফেরদৌস তালুকদারের ছেলে ছাবু তালুকদারের বাড়ির নব নির্মিত অব্যবহৃত সেফটি ট্যাংকের পয়ঃনিস্কাশনের ফাঁকা দিয়ে সকাল ৫ জুলাই মঙ্গলবার সকাল ৫টায় আকস্মিক ভাবে পড়ে যায়। পরে ওই বাড়ির লোকজন ও স্থানীয় এলাকাবাসী সকাল থেকে গরুটি উদ্ধারের চেষ্টা ব্যর্থ হলে পরবর্তীতে দেলদুয়ার ফায়ার সার্ভিসকে জানালে তারা দেড় ঘন্টার প্রচেষ্টায় গরুটি ট্যাংকি থেকে উদ্ধার করে।
গরুর মালিক ছাবু তালুকদার জানান, সোমবার হাট থেকে গরুটি কোরবানি দেয়ার উদ্দেশ্যে ৮২হাজার টাকা দিয়ে কিনেছি। হঠাৎ সকাল ৫ টায় গরুটি সেফটি ট্যাংকে পড়ে যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।