ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

আন্দোলনকারী রনির ওপর ছুড়ে মারা হলো ‘পচা ডিম’

barta-tribune
জুলাই ২৪, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে টানা ২ সপ্তাহের ওপরে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি। শনিবার (২৩ জুলাই) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান কর্মসূচি চালানোর সময় রনির ওপর ‘পচা ডিম’ ছোড়া হয়। তবে সেই ডিম আরেক যুবকের গায়ে লাগে। তার পাঞ্জামি ডিমে মেখে যায়।

শান্তিপূর্ণ এই আন্দোলন বন্ধ করতেই কেউ ডিম ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কারা ডিম ছুড়েছে, তা জানা যায়নি। রনি বা আন্দোলনকারী কেউ সেই তথ্য জানাতে পারেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র আরও বলেন, ‘এরপর যদি উল্টা-পাল্টা কিছু করো, চুপ করে বসে আছি—চুপ কিন্তু থাকব না। একদম সাবধান। চুপচাপ বসে আছি তার মানে ভাইবো না দুর্বল হয়ে গেছি। এখনও কিছু বলছি না, গেটের বাইরে দাঁড়িয়ে আছি।’

উল্লেখ্য, গত ২০ জুলাই রাজধানীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রনির অভিযোগের প্রমাণ পেয়ে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ (৫০ হাজার টাকা) মহিউদ্দিন রনি পাবেন বলেও জানান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা। রেলওয়ের অনিয়ম নিয়ে ছয় দফা দাবি উত্থাপন করেছেন রনি। তিনি জানান, তার একটি দাবি পূরণ হলেও বাকি পাঁচটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। সেই ঘোষণা অনুযায়ী তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।