ঢাকামঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

নিজের ছেলেকে বাইক দিতে চেয়েছিল সেই শিক্ষিকা, কিন্তু রাজি ছিল না মামুন

barta-tribune
আগস্ট ১৬, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নাটোরে কলেজশিক্ষক খাইরুন নাহারের মৃ’ত্যুর ঘটনায় স্বামী মামুনকে গ্রে’ফতার দে’খিয়ে আ’দালতের মাধ্যমে কা’রাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার বিকেল ৬টার দিকে জেলা আ’দালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন জা’মিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত রোববার সকাল ৭টার দিকে শহরের বলারিপাড়া এলাকার ভাড়া বাসা থেকে খাইরুন নাহারের ম’রদেহ উ’দ্ধারের পর মামুনকে আট’ক করে পুলিশ।

নি’হত শিক্ষক মোছা. খাইরুন নাহার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পৌর এলাকার মো. খয়ের উদ্দিনের মেয়ে এবং উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। গ্রে’ফতার মামুন নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

আসামিপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার স্বপন বলেন, মামুনের বিরু’দ্ধে সুনির্দিষ্ট কোনো অভি’যোগ আনতে পারেনি পুলিশ। এ কারণে তাকে আ’দালতে পাঠানো হয়। সুতরাং তার জা’মিন পাওয়ার আমরা হকদার। মঙ্গলবার পুনরা’য় জা’মিনের জন্য আবেদন করা হবে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রোববার সকালে ম’রদেহ উ’দ্ধারে’র পর মামুনকে আ’টক করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে আ’দালতে পাঠানো হয়। নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, খাইরুন নাহারের মৃ’ত্যুর ঘটনায় তার চাচাতো ভাই গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় গ্রামের সাবের উদ্দিন বাদী হয়ে একটি ইউডি (অপমৃ’ত্যু) মাম’লা করেছেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী মামুন তাদের দা’ম্পত্য ক’লহের কথা স্বীকার করেছেন। তিনি আরো বলেন, মামুনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, দুজনের দাম্পত্য জীবন সুখের ছিল না। খাইরুনের কাছ থেকে টাকা নিয়ে মামুন নামমাত্র ব্যবসা করতেন।

খাইরুন তার বড় ছেলে বৃ’ন্তকে দুই লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মামুনের সম্মতি চান। কিন্তু মামুন সম্মতি দেননি। এনিয়ে তাদের মধ্যে ঝগ’ড়া হয়। একপর্যায়ে মামুন রাগ করে শনিবার রাত ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। পরে রোববার ভোর ৬টার দিকে বাড়ি ফিরে দেখেন খায়রুন নাহার সিলিং ফ্যানের সঙ্গে ফাঁ’স দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।