ঢাকারবিবার , ২১ আগস্ট ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

আশরাফুল এর পর পর তিন সেঞ্চুরি। টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোর

Ar Monna
আগস্ট ২১, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

এবার ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট লিগে আবারো ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল। গতকাল ইংল্যান্ডের ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট লিগে কোয়ার্ন্ডন ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন আশরাফুল।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে মোঃ আশরাফুলের দল লুলিংটন পার্ক ক্রিকেট ক্লাব। ব্যাট হাতে এই দিন ১১৭ বলে ১৭টি চার এবং একটি ছক্কা হাকিয়ে ১৩২ রান করেন মোহাম্মদ আশরাফুল।

এদিকে ব্যাটিং এর পর বল হাতেও জ্বলে ওঠেন মোহাম্মদ আশরাফুল। জবাবে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ২৩৫ রানে অলআউট হয় কোয়ার্ন্ডন ক্রিকেট ক্লাব। বল হাতে ১০ ওভার বোলিং করে একটি মেডেইন সহ ৩৪ রানে এক উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

এদিন ব্যাট হাতে এই টুর্নামেন্টে মোঃ আশরাফুলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৮২। যা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত সর্বোচ্চ স্কোর। গতকালের সেঞ্চুরি সহ মোট এই আসরে এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি করেছেন মোঃ আশরাফুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।