সোমালিয়ার রাজধানী মোগাদিসুর আল হায়াত হোটেলে শনিবার আল শাবাব জঙ্গিদের হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। দেশটির কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে না জানালেও, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ সংখ্যা নিশ্চিত করেছে।
৩০ ঘণ্টা চেষ্টার পর সোমালি নিরাপত্তা বাহিনীর অভিযানে জঙ্গিরা নিহত হয়, মুক্ত হয় হোটেলটি। বার্তা সংস্থা এএফপি জানায়, ভারী অস্ত্রে সজ্জিত হয়ে হোটেলের ভেতর অভিযান চালায় সোমালি নিরাপত্তা বাহিনী। হোটেলে হামলাকারী আল শাবাব জঙ্গিদের সংখ্যা সম্পর্কেও কিছু বলেনি সোমালি কর্তৃপক্ষ। সোমালিয়ায় প্রায়শই এধরণের হামলা চালিয়ে থাকে আল কায়েদার মতাদর্শে বিশ্বাসী আল শাবাব জঙ্গিরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।