ঢাকাসোমবার , ২২ আগস্ট ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ রুখে দেয় পুলিশ।কর্মীদের সঙ্গে হয় ধস্তাধস্তি

Ar Monna
আগস্ট ২২, ২০২২ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সারা দেশে নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা, পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তি

সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় সদর রোডে আদালত পাড়া মাঠে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, সমাবেশ শেষ করে নেতাকর্মীরা সদর রাস্তায় বিক্ষোভ মিছিল করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

জেলা বিএনপির সদস্য সচিব সেহাংশু সরকার কুট্টি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে ফেরার পথে পুলিশ অন্যায়ভাবে আমাদের বাধা দেয়। তবে কোন ধরনের সহিংসতায় না যেয়ে আমরা ফিরে যাই।’

পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, ‘আজকে (সোমবার) বিএনপির বিক্ষোভ সমাবেশে করার কোন অনুমতি না থাকায় সদর রাস্তায় বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। অনুমতি না নিয়ে সমাবেশ করলে ভবিষ্যতেও বাধা দেয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।