ঢাকাসোমবার , ২২ আগস্ট ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

স্কুল ফাকি দিয়ে টিকটক ভিডিও তৈরি। বরিশালের ৩ ছাত্রীকে টি.সি দিলেন স্কুল

Ar Monna
আগস্ট ২২, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

এবার ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে টিকটক করতে যাওয়ায় তিন ছাত্রীকে টিসি দিয়েছে বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। টিসিপ্রাপ্ত তিন শিক্ষার্থীই ওই স্কুলের নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল বলে জানা গেছে। গতকাল রবিবার ২১ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান।

এ বিষয়ে তিনি বলেন, ক্লাস নাইনের তিন শিক্ষার্থী স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের নিয়ে নৌকায় ঘুরে বেড়াত। টিকটক করত। এছাড়া শ্রেণি শিক্ষকদের তথ্য অনুযায়ী ক্লাস পারফরমেন্সও ভালো ছিল না।

তিনি বলেন, আমরা তাদের ক্লাস ফাঁকি দেওয়া এবং ঘুরে বেড়ানোর ভিডিও পাই। সেগুলো তাদের অভিভাবকদের ডেকে তাদের সামনে উত্থাপন করি তারপপর টিসি দিয়ে দেই।

তিনি আরও বলেন, আমাদের কঠোর হতে হয়েছে, কারণ তাদের নিয়ম মেনে না চলার প্রভাব হয়তো বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর ওপর পড়তে পারে। তখন বিদ্যালয়ের নিয়ম-কানুন লঙ্ঘিত হবে। কারণ তারা ঘুরে বেড়াচ্ছে, ভিডিও বানাচ্ছে এসব অন্য শিক্ষার্থীরা দেখলে তারাও চাইবে ক্লাস ফাঁকি দিয়ে এমন কাজ করতে। এজন্য এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।