ঢাকামঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

দেশে নতুন আরও ২ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

barta-tribune
আগস্ট ২৩, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে নতুন আরও দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ দু’টি বিশ্ববিদ্যালয় হলে দেশে স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেঁড়ে দাঁড়াবে ৫২। এছাড়া অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৮টি।

নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দু’টি হলো মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয় এবং নওগাঁর বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁও আইন, ২০২২ এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২ খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল। গতকাল এ দু’টি বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন দেন মন্ত্রিসভা।

উল্লেখ্য, দেশের প্রত্যেক জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে লক্ষ্যেই বিভিন্ন জেলায় নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।