ঢাকামঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

লুকিয়ে অন্যের স্টোরি দেখা যাবে ইনস্টাগ্রামে 3 টি উপায়ে।

Ar Monna
আগস্ট ২৩, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে অনেকদিন আগেই এসেছে এই সুবিধা। লুকিয়ে অন্যের স্ট্যাটাস দেখতে পারবেন যে কেউ। তবে যার স্ট্যাটাস সে জানতেও পারবে না। তবে ইনস্টাগ্রামে আসছে তেমনই এক নতুন ফিচার। এর মাধ্যমে খুব সহজে অন্যের দেওয়া স্টোরি লুকিয়ে দেখে নিতে পারবেন।

ইনস্টাগ্রাম মেটার অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম। এবার লুকিয়ে অন্যের স্টোরি দেখার সুযোগ দিচ্ছে প্ল্যাটফর্মটি। চলুন দেখে নেওয়া যাক এর ৩টি কৌশল-

১ম উপায়-

>> অ্যান্ড্রয়েড বা আইফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।
>> স্টোরি লোড হতে কিছুটা সময় দিন।
>> এবার ফোনটির এয়ারপ্লেন মোডটি অন করে দিন।
>> এই মোড অন থাকাকালীন কারও ইনস্টাগ্রাম স্টোরি দেখলে, ইউজার তা জানতে পারবেন না।

২য় উপায়-
>> যে স্টোরিটি দেখতে চাইছেন সেটিতে ক্লিক না করে আইজি স্টোরি সেকশনটিতে ক্লিক করুন।
>> যে স্টোরিটিতে ঢুকেছেন তা পজ করে রাখুন বা থামিয়ে দিন। তারপর সেটিকে সোয়াইপ করে বাঁ-দিকে টেনে আনুন।
>> এক্ষেত্রে যে স্টোরিটি গোপনে দেখতে চাইছেন, তা খুব সূক্ষ্মহাতে ধীরে বাঁ-দিকে ড্র্যাগ করে আনতে হবে।
>> অর্থাৎ এই সময়টায় আপনি দু’টি স্টোরির মাঝখানে রয়েছেন। এবার যে স্টোরিটি দেখতে চান, সেটি দেখে নিতে পারবেন। সেই ইউজার বিষয়টি জানতেও পারবেন না।

৩য় উপায়-
>> গুগল ক্রোম আইজি স্টোরি (Chrome IG Story) ইনস্টল করে নিন।
>> ইনস্টাগ্রামের ওয়েব ভার্সান থেকে এবার লগ ইন করুন।
>> ক্রোম এক্সটেনশন থেকে ইনস্টাগ্রাম স্টোরি দেখলে ইউজারের কাছে কোনও নোটিফিকেশন যায় না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।