রাজধানীর গুলিস্তান ফুলবাড়ীয়া সিটি সুপার মার্কেটের বেজমেন্টে বাবার দোকানে ঘুরতে এসে ছুরিকাঘাতে আহত হয়েছে মো. ইউসুফ (৯) নামে এক শিশু। শিশুটি এখন মৃত্যু শয্যায়। বুধাবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। শিশুর বাবা মো. আলী জানান, ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন।
তার একটি দোকান রয়েছে। এবং আরেকটি অভিযুক্ত সাইফুলদের নিকট থেকে ভাড়া নিয়ে লুঙ্গি ব্যবসা করে আসছিলেন। তিনি জানান, বাচ্চা তার নানার সাথে মার্কেটে এসেছিল। আমি নামাজে গিয়েছিলাম। অভিযুক্ত সাইফুল তাকে ধরে নিয়ে গিয়ে ছুরি মারতে থাকে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এরপর আমি নামাজ থেকে ফিরলে সাইফুল বলেন, ‘তোকে তো পারলাম না, তোর ছেলে কে মারলাম
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। জানা যায়, আজ সকালে ইউসুফ বায়না ধরে সে বাবার দোকানে যাবে। পরে আমি তাকে দোকানে নিয়ে যায় তার নানা। ভাড়ায় চালিত খবির বস্ত্রালয়ের সামনে বসা অবস্থায় ওই দোকানের মালিকের ছেলে সাইফুল (৩৫) হঠাৎ এসে ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটি চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।