ঢাকাশনিবার , ২৭ আগস্ট ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে জখম

Ar Monna
আগস্ট ২৭, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর পরশুরামে দোকান থেকে টেন হিঁচড়ে বের করে তারেক হোসেন (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বক্সমাহমুদ বাজারে এ হামলার ঘটনা ঘটে। তারেক পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তিনি স্থানীয় বক্সমাহমুদ বাজারের একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা তারেক হোসেন বক্সমাহমুদ বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বেচাকেনা করছিলেন। এ সময় স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের চার-পাঁচজন নেতাকর্মী তাকে টেনে হিঁচড়ে দোকানের বাইরে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।

পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি এ হামলার জন্য স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীকে দায়ী করে তাদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘হামলার বিষয়টি পরশুরাম থানা পুলিশকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি মো. ইয়াছিন মজুমদার জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নয়। নিজেদের দলীয় বিরোধে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হয়েছেন।’

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, লোকমুখে হামলার ঘটনাটি শুনে পুলিশ পাঠাই। পুলিশ গিয়ে কাউকে পায়নি। এছাড়া কে বা কারা হামলা করেছে সেটা কেউ বলেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।