ঢাকাসোমবার , ২৯ আগস্ট ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

আড়িয়াল খাঁয় গলায় কলস বাঁধা নারীর মরদেহ উদ্ধার!

Ar Monna
আগস্ট ২৯, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) দুপুরের দিকে শহরের লঞ্চঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আড়িয়াল খাঁ নদে গলায় কলস বাঁধা নারীর মরদেহ উদ্ধার
অভিজিৎ কর্মকার

পুলিশ বলছে, উদ্ধার হওয়া মরদেহটির গলায় কলসি বাঁধা ছিল। এ কারণে মরদেহের অধিকাংশই পঁচে গলে গেছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

স্থানীয়রা জানায়, আড়িয়াল খাঁ নদে একটি মরদেহ ভেসতে দেখেন জেলেরা। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার চৌধুরী বলেন, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে ওই নারীকে কেউ হত্যা করেছে। পরে মরদেহটি গুম করতে গলায় কলস বেঁধে নদে ফেলে দেয়। এ কারণে মরদেহটি অনেক দিন পর ভেসে ওঠে। মরদেহটির অধিকাংশ স্থানে গলে পচে গেছে। তাই তার নাম পরিচয় কোনো কিছুই জানা সম্ভব হয়নি। আঙুলের ছাপের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।