কেউ মানে না নিষেধ। পোস্টারের দখলে মেট্রোরেলের পিলার। চালুর আগেই সৈন্দর্য হারাচ্ছে হাজার কোটি টাকার জাতীয় স্থাপনা। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর ফার্মগেটের ৪৪৭ নম্বরের এই পিলারটি ঢেকে গেছে কোচিং সেন্টার আর সাবলেট আবশ্যক পোস্টারে। এর আশপাশের পিলারগুলোও খালি নেই।
আবার মীরপুর-১২ পল্লবীর কয়েক কিলোমিটার জুড়ে মেট্রোরেলের পিলারেও আছে এমন পোস্টার। স্বপ্নের মেট্রোরেলের পিলার গুলো ঢেকে যাচ্ছে পোস্টারে। সরকারে অতিগুরুত্বপূর্ণ প্রকল্পের অন্যতম মেট্রোরেল।
যানজট থেকে রাজধানীর মানুষকে মুক্তি দিতে ২০১৬ সালে কাজ শুরু হয়েছিলো এই মহা প্রকল্পের। এখন কাজ প্রায় শেষ পর্যায়ে। মেট্রোরেলের পিলারে পোস্টার না লাগানোর নির্দেশনা থাকলেও মানছে না কেউ। কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করবেন তারা।
ডিএমটিসিএল জানিয়েছে, খুব দ্রুতই তৈরি হচ্ছে এমআরটি পুলিশ ফোর্স। চলতি বছরের ডিসেম্বরেই উদ্বোধন হবে ডিপো এলাকা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের অংশের।