অক্সিজেনের সাহায্য ছাড়া, এক টানা কতটা সময় থাকা যায় পানির নিচে? দুই চার কিংবা পাঁচ মিনিট। শুনতে অবিশ্বাস্য হলেও, পানির নিচে একটানা ৫২ মিনিট ডুবে থেকে চাঞ্চল্য সৃষ্টি করেছেন পিরোজপুরের নাঈম।
এরইমধ্যে বিস্ময় যুবক হিসেবে পরিচিত পেয়েছে ইন্দুরকানী উপজেলার পত্তাশী গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে নাঈম ইসলাম হাওলাদার। শিশু বয়সেই কৌতুহলী ছিলেন বাবা-চাচাদের মাছ ধরার সময় দীর্ঘক্ষণ পানির নিচে থাকতে দেখে।
তখন থেকেই পানিতে ডুব দিয়ে শ্বাস ধরে রাখার শখ জন্মে তার। স্বপ্ন পূরণে শুরু হয় প্রচেষ্টা। নিজেকে প্রস্তুত করতে নাঈম আয়ত্ত করেছেন নানা শারীরিক কসরত। বন্ধুদের দেখাতে একদিন পানিতে ডুব দিয়ে তিনি অবস্থান করেন প্রায় ৫০ মিনিট। সে দৃশ্য ধারণ করে বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে, শুরু হয় আলোচনা।
এরপর নাঈমের অবিশ্বাস্য এ কাজ দেখতে পত্তাশী বাজার মসজিদ সংলগ্ন পুকুরপাড়ে ভিড় জমায় স্থানীয় জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ কয়েক শ’ মানুষ। সেদিন নাঈম পানির নিচে এক ডুবে ছিলেন ৫২ মিনিট।
গিনেস বিশ্ব রেকর্ড অনুযায়ী সর্বশেষ ২০২১ সালের ২৭ মার্চ ক্রোয়েশিয়া দেশের ফ্রিডাইভার বুদিমির সোবাত প্রায় ২৫ মিনিট পানির নিচে অবস্থান করে রেকর্ড সৃষ্টি করেছেন। নাঈম তার থেকে দ্বিগুনের বেশি সময় অবস্থান করে সবার মাঝে আলোড়ন সৃষ্টি করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তার প্রতিভা বিকাশে সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী।