ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

বঙ্গবন্ধুর বাসায় খালেদা জিয়া চেয়ারে নয়, লবিতে মোড়ায় বসতো- প্রধানমন্ত্রী!

Ar Monna
আগস্ট ৩১, ২০২২ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

আমাকে বার বার যারা হত্যা করতে চেয়েছে, তারপরও আমরা তাদের প্রতি করুণা করেছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার ৩০ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস স্মরণে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ছেলে মারা গেছে, আমার তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সময় নির্দিষ্ট করা হয়েছে। আমি গেছি আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। আমাকে ঢুকতে দেয়নি। কত বড় অপমান, শুধু মনে হল তুমি খালেদা জিয়া, জিয়াউর রহমানের সঙ্গে ২ মাস ১ মাস পরপরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা।

তিনি বলেন, চেয়ারে পেতে বসতা না, লবিতে মোড়া ছিল সে মোড়াতে বসতা। আর এখন আমাকে ঢুকতে দেবে না। আমার গাড়ি থামার সঙ্গে সঙ্গে গেট বন্ধ। আমাকে ঢুকতে দিল না। জীবনে এরকম অপমান করবে, তারপরেও তার জন্য দয়া দেখাতে হবে। দয়াতো দেখিয়েছি আর কত দয়া দেখাবো।

তিনি আরও বলেন, যে আমাকে খুন করতে চেয়েছে, আমার বাবা-মা, ভাই-বোনের হত্যার সঙ্গে জড়িত তার জন্য যথেষ্ট দয়া দেখানো হয়েছে। যে আমার হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, পঙ্গু করেছে, নির্যাতন করেছে তার প্রতি অনেক দয়া দেখানো হয়েছে। এর বেশি আর দয়া আমাদের পক্ষে দেখানো সম্ভব না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।