ঢাকারবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

মাত্র ৬ মাসের সাজা এড়াতে পলাতক ছিলেন ৮ বছর!

Ar Monna
সেপ্টেম্বর ৪, ২০২২ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনীতে মারামারি মামলায় ছেরাজুল হক (৫০) নামের এক ব্যক্তির ছয় মাসের সাজা হয়েছিল। সেই সাজা এড়াতে আট বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ছেরাজুল হক ফেনীর সোনাগাজী উপজেলা সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি এলাকার আবদুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, ২০০৮ সালে মারামারির একটি মামলায় পুলিশ ছেরাজুল হককে গ্রেফতার করে কারাগারে পাঠায়। কিছুদিন কারাভোগের পর জামিনে বের হয়ে ছেরাজুল হক গা ঢাকা দেন। পরে আর তিনি আদালতে হাজির হননি। দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালের মার্চে আদালত ছেরাজুল হককে ছয় মাসের কারাদণ্ড দেন।

সোনাগাজী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মতিন জাগো নিউজকে বলেন, ছেরাজুল হক বৃহস্পতিবার রাতে গোপনে বাড়িতে আসেন। খবর পেয়ে শনিবার সকালে ছাড়াইতকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন জাগো নিউজকে বলেন, ছেরাজুলকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।