ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

কলেজের তিনতলায় ঝুলছে বাবার মরদেহ

Ar Monna
সেপ্টেম্বর ৬, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম আলাউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রশাসনিক ভবন থেকে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তির নাম মনিরুল ইসলাম। তিনি ওই কলেজের অফিস সহায়ক ও উপজেলার চাপড়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে অন্যান্য সহকর্মীদের সঙ্গে কলেজ ত্যাগ করেছিল মনিরুল। কিন্তু কলেজ শেষে তিনি বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তার ছেলে কলেজের মালি আইয়ুব আলী ও পিয়ন রমজান আলীকে নিয়ে কলেজে খোঁজাখুঁজি শুরু করে। এরপর তারা কলেজের প্রশাসনিক ভবনে এসে দেখেন ভেতর থেকে কেচি গেইটে তালা ঝুলানো। পরে তালা খুলে ভিতরের খোঁজাখুঁজির করেন এবং তার মুঠোফোনে কল দেয়া হয়। এ সময় ফোনের রিংটোন বেজে উঠলে ভবনের তিনতলায় গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে পুলিশ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে কলেজের মালি আইয়ুব আলী ও পিয়ন রমজান আলী বলেন, মাগরিবের পর মনিরুলের ছেলে বায়োজিদ জিম আমাদের সঙ্গে করে বাবাকে খুঁজতে কলেজে আসে। এ সময় প্রশাসনিক ভবনে এসে দেখি ভিতর থেকে তালা দেওয়া। তালা খুলে আমরা ভিতরে ঢুকে খোঁজাখুঁজি করি। পরে জিম তার (মনিরুল) ফোনে কল দেয়। রিংটোন বেজে উঠলে জিম তিনতলায় গিয়ে চিৎকার করে উঠে। আমরা দুজন ছুটে গিয়ে ঝুলে আছে। নিহত ব্যক্তির স্ত্রীর বড় ভাই আকরাম হোসেন বলেন, সন্ধ্যায় বোনের ছেলে ফোন দিয়ে জানায় বাবাকে পাওয়া যাচ্ছেনা। এরপর সবাই মিলে স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করি। পরে সন্ধ্যায় জানতে পারি কলেজে মরদেহ ঝুলছে। কীভাবে মারা গেছে তা বলতে পারছিনা।

চাপড়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বর মনোয়ার হোসেন লালন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মনিরুল আমার এলাকার বাসিন্দা। দীর্ঘদিন মানসিক সমস্যা ও পারিবারিক সমস্যায় ভুগছিলেন। মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন।বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাজিদুল ইসলাম বলেন, দুপুরে সবাই একসঙ্গে কলেজ ত্যাগ করি। পরে সন্ধ্যায় মুঠোফোনে জানতে পারি তিনতলায় মনিরুলের মরদেহ ঝুলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে কলেজের তৃতীয় তলা থেকে অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।