সুফি সাধক মইনুদ্দিন চিশতির দরগাহ শরিফ পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিনের ভারত সফরের শেষ দিন আজ সকালে নয়াদিল্লি থেকে জয়পুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট সকাল ৯টায় নয়াদিল্লি ধেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। জয়পুর থেকে আজমির শরিফ যাবেন প্রধানমন্ত্রী। সেখানে খাজা গরিবে নেওয়াজ মইনুদ্দিন চিশতির দরগার শরিফ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।