ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

আওয়ামী লীগ মানে এখন পুলিশ লীগ: মান্নান!

Ar Monna
সেপ্টেম্বর ১০, ২০২২ ৩:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ মানে এখন পুলিশ লীগ। পুলিশ ছাড়া আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশিষ্ট ব্যক্তিবর্গের নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, একটা দল, বিভিন্ন বিতর্ক থাকলেও বলা যায় যেটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সবচেয়ে প্রবীণ দল, সেই দল আজ আদর্শিক এবং রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। মানুষ বলে আওয়ামী লীগ মানে তো পুলিশ লীগ। পুলিশ ছাড়া আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। নাগরিক ঐক্য হয়তো ছোট দল। তারপরও পুলিশ ছাড়া বর্তমান আওয়ামী এই দলের সামনেও টিকতে পারবে না।

মাহমুদুর রহমান মান্না বলেন, নাগরিক ঐক্যে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগদান করছে। গত এক মাসের মধ্যে আমাদের সঙ্গে বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, আইনজীবী, প্রকৌশলী, মানবাধিকার কর্মীসহ অনেকে যোগদান করেছেন। নাগরিক ঐক্য কোনোদিন আপোষ করেনি। এই আপোষহীন মনোভাব নিয়েই আমরা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব।

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদ উর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।