শুধু বাচ্চারা নয় বড়রাও বাসে উঠে অনেক সময় বমি করে ফেলেন। শরীরে অস্বস্তি হতে থাকে। যার ফলে দূরে কোথাও যাওয়ার নাম শুনলেই ভয় করতে থাকে। তবে এই বমি বমি ভাব বা গাগুলিয়ে ওঠা থেকে মুক্তি পাওয়া যায় সহজেই।
বাসে ওঠার আগে পারলে এক গ্লাস লেবুর পানি খেয়ে নিন। শুধু মাত্র লবণ দিয়েই পানি খান। এতে বমি বমি ভাব কাটবে। অথবা বাড়ি থেকেই লেবু কেটে ছোট্ট বক্সে করে নিয়ে বাসে উঠুন। গা গুলিয়ে ওঠার আগেই লেবুর রস একটু মুখে দিন। এবং লেবুর গন্ধ নিন। এতেই কেটে যাবে বমি বমি ভাব। বমি হবেও না।
বাসে উঠেই এক টুকরো আদা লবনে মাখিয়ে মুখে দিয়ে চুষুন। এতে বমি বমি ভাব তৈরি হবে না। এবং বমিও হবে না।
সঙ্গে রাখুন জিরা। গা গুলিয়ে এলে এক চামচ জিরে চিবিয়ে খান। মুহুর্তে মুক্তি পাবেন বমির হাত থেকে।
কয়েকটা লবঙ্গ সঙ্গে রাখুন। বাসে উঠেই প্রথমে একটা লবঙ্গ মুখে রেখে দিন কিছুক্ষন পর চিবিয়ে খেয়ে নিন। এতে বমি বমি ভাব এবং বমি দুটোই বন্ধ হয়ে কিছুক্ষন পর চিবিয়ে খেয়ে নিন। এতে বমি বমি ভাব এবং বমি দুটোই বন্ধ হবে।