ঢাকামঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু!

Ar Monna
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা রেল ব্রিজের কাছে রান্না করা পটকা মাছ খেয়ে মা পরী বেগম (৬০) ও ছেলে জাহাঙ্গীর (৩৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুলকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

মৃত দু’জনের বাড়ি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে।

মৃত পরী বেগমের প্রতিবেশীরা জানান, পরিবারটি দরিদ্র। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরী বেগম সোমবার দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে সাইদুলকে নিয়ে পটকা মাছ দিয়ে ভাত খান। খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরী বেগম মারা যান। সন্ধ্যায় হাসপাতালে জাহাঙ্গীর মারা যান। সাইদুল এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক পটকা মাছ খেয়ে মা ও ছেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।