জামালপুরে ৪৮ বছর সংসার করার পর স্বজনদের নিয়ে ধুমধাম করে ফের বিয়ের পিঁড়িতে বসলেন জয়নাল-মমতা দম্পতি।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে শহরের কম্পপুর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমন বিয়ের আয়োজনে চারদিকে হইচই পড়ে যায়।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, জয়নাল ও মমতা শহরের কম্পপুর এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। নাতি-নাতনির আবদার মেটাতে ফের বিয়ের পিঁড়িতে বসেন তারা। অনুষ্ঠানকে কেন্দ্র করে টানা কয়েকদিন চলে উৎসব। বিরিয়ানি, সেমাই, মিষ্টি আর নানা পদ দিয়ে আপ্যায়ন করা হয় প্রতিবেশী ও স্বজনদের। সাজানো হয় বাড়িঘর। গায়ে হলুদের রাতে গানবাজনাসহ ছিল নানা আয়োজন।
নাতি-নাতনির ইচ্ছা পূরণে ফের ‘বিয়ে’ জয়নাল-মমতা দম্পতির
এ বিষয়ে জয়নাল আবেদীন জানান, তাদের বিয়েটা হুটহাট করেই হয়েছিল। তাই সেসময় কোনো অনুষ্ঠান হয়নি। এখন নাতি-নাতনি হয়েছে। তাদের ইচ্ছে আমাদের আবারও নতুন করে বিয়ে দিয়ে আনন্দ উল্লাস করবে। তাই এমন ব্যতিক্রম আয়োজন।
জয়নালের প্রতিবেশী শাকিল বলেন, এমন বিয়ে আগে কখনও দেখিনি। বিয়েতে অংশগ্রহণ নিয়ে আমরা আনন্দ করেছি।
নাতি-নাতনির ইচ্ছা পূরণে ফের ‘বিয়ে’ জয়নাল-মমতা দম্পতির
ফরিদ নামের এক অতিথি বলেন, ওই দিন-দুপুরে খাসির মাংসের বিরিয়ানির সঙ্গে সেমাই, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় গ্রামের কয়েকশ মানুষকে। দীর্ঘদিন পর মনের আশা পূরণ করতে পেরে খুশি জয়নাল ও তার স্ত্রী। এলাকার মানুষও যেন উৎসব পালন করেছে।