বাংলাদেশে কখনো আর নির্দলীয় সরকার হবে না বলে মন্তব্য করেছেন সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল বলেন, কারো কথায় নির্বাচন কমিশন বাতিল হবে না। কারণ নির্বাচন কমিশন একটি নিয়মের মধ্য দিয়ে সার্চ কমিটি বাছাইয়ের পরে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির ফখরুল ইসলাম আলমগীর চাচ্ছেন নির্বাচন কমিশনের পরিবর্তন ও নির্দলীয় সরকার। তার ইচ্ছা কখনোই পূরণ হবে না।
তিনি আরও বলেন, ফখরুল বিবৃতি দিয়ে বিএনপি টিকিয়ে রেখেছে। আর বিবৃতির জন্য যদি নোবেল পুরস্কার দেওয়া হয় তাকেই দেওয়া উচিত।
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।