ঢাকামঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

১০ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি, জরিমানা ৬০ হাজার টাকা

Ar Monna
সেপ্টেম্বর ২০, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় স্ত্রীকে বিক্রি ও ধর্ষণ মামলায় স্বামীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোর্ট পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

এই ঘটনায় দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ধনুয়াখলার মিয়াজী বাড়ির নুরুল ইসলাম (৩৩) ও একই উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুর রহমান (৫৫)। তারা সম্পর্কে উকিল শ্বশুর ও জামাই। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালে মাত্র ১০ হাজার টাকার জন্য নুরুল ইসলাম তার স্ত্রীকে আসামি আব্দুর রহমানের কাছে বিক্রি করে দেন। এ সময় বিষয়টা জানত না তার স্ত্রী দেলোয়ারা বেগম। একই বছরের ১ সেপ্টেম্বর স্বামী নুরুল ইসলামের সহায়তায় ভুক্তভোগীকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্ত চলাকালে পুলিশ আসামিদের গ্রেপ্তার করেন। পরে আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। তবে এ মামলায় আদালতে নয়জন সাক্ষ্য দেন। সর্বশেষ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন। কুমিল্লা কোর্ট পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান জানান, এ মামলায় দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় স্বামী নুরুল ইসলামকে ১০ হাজার টাকা ও আবদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।