ঢাকাশনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

ফেনসিডিলসহ গ্রেফতার আওয়ামী লীগ নেত্রী!

Ar Monna
সেপ্টেম্বর ২৪, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ফেনসিডিলসহ সোনিয়া আক্তার নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার গোবিন্দাসী পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সোনিয়া আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, সোনিয়া আক্তার দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ছয় বোতল ফেনসিডিল পাওয়া যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী আব্দুর রাজ্জাক পালিয়ে যান। সোনিয়াকে থানা পুলিশের মাধ্যমে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি বলেন, ‘মাদকসহ সোনিয়া আটক হওয়ার বিষয়টি জেনেছি। আমি অসুস্থ। এ বিষয়ে পরে কথা বলবো।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, আটকের পর সোনিয়া আক্তারসহ দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বিকালে সোনিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।