ঢাকাসোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২
 1. Btribune Eng
 2. আন্তর্জাতিক
 3. এক্সক্লুসিভ
 4. খেলার বার্তা
 5. চাকুরি – শিক্ষা
 6. জাতীয়
 7. ধর্ম
 8. বিজ্ঞান – প্রযুক্তি
 9. বিনোদন
 10. রাজনীতি
 11. লাইফ স্টাইল
 12. স্যোসাল মিডিয়া

আঙ্গুল ফুলে কলাগাছ- মরিয়ম মান্নানের ফেসবুক পেজ!

Ar Monna
সেপ্টেম্বর ২৬, ২০২২ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফেসবুক পেজের প্রোফাইল, কভার ফটো, পোষ্ট। সব যেনো সাজানো গোছানো পরিকল্পনা। ফলোয়ার এর ও হয়েছে বাম্পার ফলন।

সোস্যাল মিডিয়ায় তোলপাড়! বিভিন্ন মিডিয়ায় ছড়াছড়ি, নিউজ পেপার ও সোস্যাল পেজ গুলোর তরতাজা হাতিয়ার ছিল মরিয়ম মান্নান ও তার মা। মোটামুটি ভাইরাল বলা চলে। মরিয়ম মান্নানের মায়ের নিখোজকে কেন্দ্র করে তেমন কোন নিউজ পূর্বে না আসলেও গত 3-4 দিন পূর্বে পাওয়া এক লাশকে গিরে মরিয়মের দাবির আলোকে ফেসবুকে উঠে ঝড়। মায়ের লাশ ভেবে দাফন কাফন সম্পন্ন করার পর বেড়িয়ে আসে মায়ের খোজ।

দীর্ঘ ২৯ দিন পর খুলনা নগরের দৌলতপুর থানার মহেশ্বরপাশায় নিখোঁজ মরিয়ম মান্নানের মা রহিমা বেগমকে (৫৫) উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে রহিমাকে ফরিদপুর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। মাকে ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেয়ে মরিয়ম মান্নান। আর বিষয়টি নিয়ে আজ রোববার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন মরিয়ম মান্নান।যেখানে তিনি উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সরকারকে ধন্যবাদ দিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন যারা এতদিন তার পাশে থেকে সাহস জুগিয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়াসহ পুলিশ ও দেশবাসীর মনে দেখা দিয়েছে ভিন্ন প্রশ্ন। বিষয়টিকে অনেকেই ‘সাজানো নাটক’ বলছেন। একই কথা বলছে পুলিশও। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। যদিও সেই সব সমালোচনাকে এখন আমলে নিচ্ছেন না আলোচিত এই মরিয়ম। আজ দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মায়ের মরদেহ পাওয়ার সেই দাবিরও ব্যাখা দিলেন তিনি।

তবে উক্ত ঘটনায় দিনশেষে লাভবান মরিয়ম মান্নান। স্যোসাল সিম্প্যাথি, শেয়ার, প্রচার, প্রচারণা, সেলিব্রেটিদের সমর্থন সব মিলিয়ে মরিয়ম মান্নান ও তার মা প্রায় ভাইরাল বলা চলে। মরিযম মান্নানের ফেসবুক প্রোফাইলে ভির পরেছে ফলোয়ারের। এখন বিভিন্ন পেজে মা মেয়েকে নিয়ে হচ্ছে ট্রল। কারো দাবি অস্কার জয়ি অভিনেত্রি তারা। পুলিশের দাবি মা ও অভিনয় করছে, এর বর্ণনা দিতে গিয়ে পুলিশ বলে আমরা গিয়ে দেখি রহিমা বেগম 2 মহিলার সাথে আড্ডা দিচ্ছিলো। কিন্তু আমাদের দেখেই নির্বাক বনে যায় রহিমা বেগম। যেন তিনি বাক প্রতিবন্ধি। দির্ঘক্ষণ পর বহু চেষ্টার পর তার মুখ দিয়ে কথা বের হয়। মেয়ে তো এখন কাউকে পরোয়া করে না বলেই পোষ্ট দিয়েছে ফেসবুকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।