ঢাকাশনিবার , ১ অক্টোবর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

সাংবাদিক পেটানো মামলার আসামি পেলেন পদোন্নতি!

Ar Monna
অক্টোবর ১, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে সাংবাদিক পেটানোর ঘটনায় এক এজাহারভুক্ত আসামী পদোন্নতি পেয়েছেন। সেলিম রেজা নামের ওই ব্যক্তি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মচারী। গত ৫ সেপ্টেম্বর বিএমডিএ কার্যালয়ে দুই সাংবাদিকের ওপর হামলা মামলার আসামি তিনি। গত ২৬ সেপ্টেম্বর বিএমডিএর সচিব শরিফ আহম্মেদ ৩১ জনের পদোন্নতির আদেশে সই করেন।

জানা গেছে, রাজশাহীতে সাংবাদিক পেটানোর ঘটনায় দায়েরকৃত মামলার তালিকার ১৪ নম্বরে অভিযুক্ত সেলিম রেজা। তিনি অফিস সহকারী থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পদোন্নতি পেয়েছেন। সেলিম রেজা বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদের অফিস সহকারী ছিলেন। এ মামলার প্রধান আসামি হলেন নির্বাহী পরিচালক আবদুর রশিদ।

সেলিমের পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে বিএমডিএ সচিব শরীফ আহমেদ বলেন, ‘সচিব শুধু অফিস আদেশে স্বাক্ষর করেন। পদোন্নতির সিদ্ধান্ত আগেই হয়ে গেছে। প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর বিএমডিএ কার্যালয়ে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলামের ওপর হামলা হয়। নির্বাহী পরিচালকের নির্দেশে কর্মচারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী সাংবাদিকদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।