ঢাকারবিবার , ২ অক্টোবর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

মাত্র ৫০০ টাকায় সবাই পাবে জেলে থাকার স্বাদ!

Ar Monna
অক্টোবর ২, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

থানা বা জেল কোনো ভ্রমণের জায়গা নয়। আর টাকা দিয়ে থাকার জায়গা তো নয় একেবারেই। তবে সম্প্রতি পর্যটন খাতকে আরও বেশি চাঙ্গা করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরাখণ্ড সরকার। সেখানকার কুমায়ুনের হলদোয়ানি জেলে শুরু হচ্ছে বিশেষ জেল ট্যুরিজম। এর মাধ্যমে পর্যটকরা জেলজীবনের স্বাদ ভোগ করতে পারবেন। একদিনের জন্য খরচ পড়বে মাত্র ৫০০ টাকা।

একাধিক ভারতীয় গনমাধ্যম সূত্রে জানা যায়, জেলে ঢোকার সময় পর্যটকদের দেওয়া হবে বন্দিদের পোশাক। সেই পোশাকই পরতে হবে। লোকারে রেখে যেতে হবে মোবাইলসহ যাবতীয় জিনিসপত্র। সংগ্রহ করতে হবে থালা, কম্বলসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এগুলো নিয়ে ২৪ ঘণ্টা থাকতে হবে ছোট কুঠুরিতে। এছাড়া কারাবন্দিরা যেমন খাবার খান, পর্যটকদেরও তা-ই দেওয়া হবে। তবে কেউ যদি কয়েক ঘণ্টা থাকার পরই হাঁপিয়ে ওঠেন, তবে তিনি বেরিয়েও যেতে পারেন। সেক্ষেত্রে ৫০০ টাকা আর ফেরত পাবেন না। কিন্তু তার পরিবর্তে জরিমানা হিসেবে নেওয়া হবে আরও ৫০০ টাকা।

তবে শুধু ভারতেই নয় যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডেও একদিনের জন্য এভাবে কারাবন্দিদের জীবন-যাপনের সুযোগ রয়েছে। তাই এবার পর্যটন খাতকে শক্তিশালী করতে একই উদ্যোগ নিয়েছে উত্তরাখণ্ড সরকার। ১৯০৩ সালে নির্মাণ হওয়া হলদোয়ানি জেলখানার একটি অস্ত্রাগারও সংস্কারের পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।