ঢাকাসোমবার , ৩ অক্টোবর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

মাত্র ১০০ টাকার জন্য ব্যবসায়ীকে খুন!

Ar Monna
অক্টোবর ৩, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে মাত্র জন্য মোঃ সাইফুল ইসলাম জয় (৪৯) নামের এক কাঠ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে । শনিবার রাত ৯টা ৪০ মিনিটে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় পুরান পাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। তাকে হত্যা করে চা দোকানী মাসুদ আলী। নিহত সাইফুল ওই মহল্লার মৃত-আব্দুল জলিলের ছেলে এবং অভিযুক্ত মাসুদ একই মহল্লার মৃত-কোবাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, পুরান পাড়া মহল্লার জহির শাহ’র মোড়ের চা দোকানী মাসুদের দোকানে সিগারেটের ১০০ টাকা বকেয়া ছিলো। সেই টাকা চাওয়ার পর ক্রেতা সাইফুলের সাথে চা দোকানী মাসুদের বিবাদ শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল ক্ষিপ্ত হয়ে টেবিলে রাখা গ্লাসে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই তার ডান হাত কেটে রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আরো জানান, সাইফুলের শ্বাসকষ্ট ও হার্টের রোগ ছিলো।

নিহত সাইফুলের ছেলে আশিকের অভিযোগ তার পিতাকে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে দোকানী মাসুদ হত্যা করেছে। কাঁচ দিয়ে ডান হাতে আঘাত করলে ঘটনাস্থলেই রক্তক্ষরণে তার পিতার মৃত্যু হয়। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।