ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

খুলনায় পুলিশ-বিএনপি মুখোমুখি, রেল স্টেশনে ভাঙচুর

Ar Monna
অক্টোবর ২২, ২০২২ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় বিএনপির সমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে রেল স্টেশনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা। এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাট নিক্ষেপ করে। এছাড়া তারা স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করে।

শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। অন্যদিকে বিএনপি নেতা কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, নিজেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, কাউকে বাধা দেয়া হয়নি। ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

উল্লেখ্য, চাল-ডাল-তেল-গ্যাস-পানি-বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, খুন-গুম, দুর্নীতি-দুঃশাসনের প্রতিবাদ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন, সংসদ বিলুপ্ত ও সরকার পতনের দাবিতে শনিবার খুলনায় বিএনপির তৃতীয় বৃহত্তর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নগরীর সোনালী ব্যাংক চত্বরে দুপুর থেকে এ সমাবেশ শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।