ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

পরপুরুষের সঙ্গে মত্ত স্ত্রীর ভিডিও করে গ্রেফতার স্বামী!

Ar Monna
অক্টোবর ২২, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফাঁদে ফেলে প্রভাবশালীদের ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতাতেন ওড়িশার ‘সিরিয়াল ব্ল্যাকমেলার’ অর্চনা নাগ। গত কয়েক দিন ধরে ওড়িয়া রাজনীতিতে যে নামটি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। এই ঘটনায় এ বার গ্রেফতার করা হল অর্চনার স্বামী জগবন্ধু চাঁদকে। শুক্রবার জগবন্ধুকে ভুবনেশ্বরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আদালতের নির্দেশে আপাতত জেলবন্দি জগবন্ধু।

অর্চনার স্বামীর গ্রেফতারি প্রসঙ্গে ভুবনেশ্বরের ডেপুটি কমিশনার প্রতীক সিংহ জানিয়েছেন যে, এই প্রতারণার কারবারে অর্চনার পাশাপাশি জড়িত জগবন্ধুও। এই চক্রে আর যাঁরা যাঁরা জড়িত থাকবেন, তাঁদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ৬ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল অর্চনাকে। তখনই এই চক্রে তাঁর স্বামীর যোগসূত্র পেয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু তার পরও জগবন্ধুকে গ্রেফতার করতে এতটা সময় কেন লাগল, এই প্রশ্ন উঠেছিল। এ ব্যাপারে ডেপুটি কমিশনার বলেন, ‘‘তদন্তে সমস্ত তথ্যপ্রমাণ আমরা খতিয়ে দেখেছি। সে সব খতিয়ে দেখার পরই ওঁকে গ্রেফতার করা হয়েছে।’’ গ্রেফতারের পর ওড়িশার ঝড়পাড়া স্পেশাল জেলে রাখা হয়েছে অর্চনাকে। ওই একই জেলে রাখা হয়েছে তাঁর স্বামী জগবন্ধুকেও। দরিদ্র পরিবারে বড় হওয়া অর্চনা কী ভাবে রাতারাতি বিত্তশালী হলেন, তার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। কালাহান্ডির একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে ছিলেন অর্চনা। কী ভাবে কাঁড়ি কাঁড়ি টাকা উপার্জন করা যায়, এই পথই খুঁজছিলেন অর্চনা।

পুলিশ সূত্রে খবর, সহজে বেশি টাকা উপার্জনের রাস্তা খুঁজতে গিয়েই বিত্তবান ও প্রভাবশালীদের যৌনতার ফাঁদে ফেলে তাঁদের ব্ল্যাকমেল করে টাকা হাতানোর ছক কষেন অর্চনা। আর এই কারবারে সঙ্গে পান স্বামী জগবন্ধুকেও। তেন অর্চনা। তার পর তাঁদের বাড়িতে ডেকে এনে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দিতেন। এমনকি, ওই ব্যক্তিদের চাহিদা মতো মহিলাও সরবরাহ করতেন বলে অর্চনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বেছে বেছে ধনী, প্রভাবশালীদের সঙ্গে বন্ধুত্ব পাতাতেন অর্চনা। তার পর তাঁদের বাড়িতে ডেকে এনে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দিতেন। এমনকি, ওই ব্যক্তিদের চাহিদা মতো মহিলাও সরবরাহ করতেন বলে অর্চনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। টাকা রোজগারের জন্য নিজেও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ হতেন অর্চনা। তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হতেন তিনি। এমনটাই দাবি করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যখন ঘনিষ্ঠ অবস্থায় থাকতেন অর্চনা, সেই ছবি ও ভিডিও তুলতেন তাঁর স্বামী জগবন্ধু। পরে সেই ছবি ও ভিডিও দেখিয়েই সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্ল্যাকমেল করে টাকা হাতাতেন। এর জেরেই অর্চনার স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ওড়িশার বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, অর্চনার ফাঁদে পা দিয়েছেন সে রাজ্যের একাধিক রাজনীতিক। তাঁদের মধ্যে বেশ কয়েক জন মন্ত্রী ও বিধায়কও রয়েছেন। অভিযোগ, অধিকাংশ রাজনীতিকই সে রাজ্যের শাসকদল বিজেডির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।