ঢাকাসোমবার , ২৪ অক্টোবর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

দিনে চাকুরী, রাতে মোবাইল চোর!

Ar Monna
অক্টোবর ২৪, ২০২২ ১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

দিনে তারা অন্য সবার মতোই চাকুরী করতেন কিন্তু রাত হলেই নামতেন চুরির কাজে। অনেকদিন থেকেই এই কাজে যুক্ত তারা। আর এর জন্য ব্যাবহার করতেন এক অভিনব কৌশল। চক্রটি মূলত বাসের মধ্যে যাত্রীর সঙ্গে নিজেদের ঝগড়া বাধিয়ে মোবাইল ফোন চুরি করে নিতেন । সম্প্রতি তাদের রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২১ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের মাসকাট প্লাজার সামনে এক যাত্রীর মোবাইল ফোন চুরি করতে গেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো– মো. রহমত উল্লাহ হাওলাদার (২৬), সজল হালদার (২৬) ও মো. অন্তর হাসান সজীব (২৭)। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা দিনের বেলা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। সজল ড্রাইভার, সজীব গার্মেন্টস শ্রমিক এবং জীবন সেনিটারি মিস্ত্রি। আর রাতের বেলায় চুরি করে। তাদের মূল টার্গেট বাসের যাত্রী। তিন জনই কোনও একজন যাত্রীকে ঘিরে দাঁড়ায়। এরপর যেকোনও একজন ধাক্কা দিয়ে ঝগড়া লাগায়। ঝগড়ার এক ফাঁকে বাকি দুই জন তার পকেটে থাকা মোবাইল ফোন হাতিয়ে নেয়।

তিনি আরো জানান, ভুলক্রমে তারা কোনোভাবে ধরা পড়লে হার্ট অ্যাটাক হওয়ার ভান করে, নিঃশ্বাস বন্ধ করে ফেলে, মুখে থুতু ও লালা বের করতেন। এতে মানুষ ভয় পেয়ে তাদের ধরে না। এ সুযোগে তারাও পালিয়ে যায়। এর আগেও তারা একাধিকবার গ্রেফতার হয়েছে এবং জেলও খেটেছে। ২৫ দিন আগে জেল থেকে বের হয় তারা। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।