ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ঢাকার কেরানীগঞ্জে দুটি আবাসিক বহুতল ভবন হেলে পড়েছে। সোমবার রাতে ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া হাজিনগর এলাকায় শহিদুল ইসলামের পাঁচতলা ও এর পার্শ্ববর্তী জালাল উদ্দিনের চারতলা ভবন দুটি একটি আরেকটির উপর হেলে পড়ে। ভবন হেলে যাওয়ার খবরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরবর্তীতে রাতেই ফায়ার সার্ভিস ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় একটি ভবনের বাসিন্দাদের বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার(২৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকতার্ মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ভবন দুটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। একই সাথে অপর ভবনটিও কিছুক্ষণের মধ্যে খালি করার নির্দেশ দেয়া হয়। ঘটনা তদন্তে উপজেলা প্রকৌশলী মাহমুদুল্লাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজীপাড়া এলাকায় ভবন দুটি দেখার জন্য উৎসুক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। সেখানে একটি ডোবার মধ্যে বালি ভরাট করে কোন প্রকার পাইলিং ছাড়াই প্রায় ১৫ বছর আগে ভবন দুটি নির্মাণ করা হয়েছিল। বাড়ির নিচের ফাঁকা অংশে এখনো ডোবা দেখা যায়।
স্থানীয় বাসিন্দা সিরাজ মিয়া জানান, জালাল উদ্দিন মিয়া ও তার দুই ছেলে বিদেশে থাকে। বাড়িটি প্রথমে একতলা ছিল পরবর্তীতে আস্তে আস্তে সেটি চারতলা পর্যন্ত করা হয়েছে। বাড়িতে কোন প্রকার পাইলিং দেয়া হয়নি। অপর ৫তলা ভবনটি শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি সম্প্রতি স্থানীয় জাহাঙ্গীরের কাছ থেকে জমিসহ ৫৫ লাখ টাকায় ক্রয় করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, গতকাল (সোমবার) রাতে ভবন হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত ব্যবস্থা নেয়া হবে। আপাতত ভবন দুটি ঝুকিপূর্ণ হওয়ার কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।