ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

হোটেলে রুম না মিলায় তাঁবু টানিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছেন পর্যটকরা!

Ar Monna
অক্টোবর ৩১, ২০২২ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

অক্টোবরের শুরু থেকেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটকরা ভিড় করেন কাঞ্চনজঙ্ঘা দেখতে। ছুটির দিনে পর্যটকদের সংখ্যা বাড়ে। তবে এখানে অনেক পর্যটক হোটেল রুম পান না। আর এই হতাশা নিয়েই তাবু টেনে রাত কাটায় তারা। শনিবার (২৯ অক্টোবর) দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা জানান, হোটেলে কক্ষ না পাওয়ায় আম-লিচু বাগানে তাবু টানিয়ে রাত কাটাতে হচ্ছে। তবে এসব পর্যটকরা আবাসিক সংকটে হতাশা ব্যক্ত করেছেন।

ঢাকা থেকে আসা পর্যটক সালমান শামীম বলেন, খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়— ফেসবুকে খবর শুনে তেঁতুলিয়ায় ছুটে এসেছি। এসে ভালো লাগছে। আনন্দ পেয়েছি। কিন্তু এখানে থাকার জায়গার খুবই সংকট। হোটেল কক্ষের ভাড়াও খুব বেশি। আবাসিক হোটেল বাড়ালে ভালো হতো। আগামীতে এ অঞ্চল পর্যটনে আরও সমৃদ্ধ হবে।

স্থানীয় পর্যটক সেবা প্রতিষ্ঠানগুলো সাথে কথা হলে তারা জানায়, প্রচুর পরিমাণে পর্যটক আসছে। যদিও আমাদের এখানে এখনো আবাসন সংকট রয়েছে। তবে করোনার দুই বছরে মধ্যে বেশ কয়েকটি উন্নতমানের আবাসিক হোটেল গড়ে উঠেছে। তবে পর্যটকের তুলনায় অপ্রতুল। পর্যটকরা যোগাযোগ করছেন, আমরা চেষ্টা করছি তাদের সেবা দিতে।

এ বিষয়ে আবাসিক হোটেল মালিকদের সাথে কথা হলে তারা জানান, ট্যুরিস্টরা হোটেল বুকিং দিয়ে রাখছেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে প্রচুর সমাগম হয়ে থাকে। যার কারণে কেউ কেউ বুকিং দিতে পারছেন না। তাদের অপেক্ষা করতে হচ্ছে। যারা হোটেল বুকিং ছাড়া আসছেন, তাদেরকে রাত্রিযাপনে অসুবিধায় পড়তে হচ্ছে। এতে পর্যটকরা নিরাপত্তা ঝুঁকি পড়ে।

পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনের অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, এ সময়টা পঞ্চগড়ে পর্যটনের সময়। হিমালয়-কাঞ্চনজঙ্ঘা দেখতে প্রচুর পর্যটকের সমাগম ঘটছে। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছি। পর্যটন স্পটগুলোতে আমাদের টহল জোরদার করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।