আবারও তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের। অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে ৫ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা। এদিন লিটন দাসের দূর্দান্ত শুরুতে জয়ের স্বপ্ন দেখলেও শেষে এসে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাকিবদের।
এবারই প্রথম নয়। ভারতের বিপক্ষে অল্পের জন্য জয়ের দেখা মেলেনি, এমন ঘটনা আরও বহুবার ঘটেছে বাংলাদেশের সঙ্গে। সেটা নিদাহাস ট্রফির ফাইনাল হোক, এশিয়া কাপ হোক কিংবা বিশ্বকাপ। টুর্নামেন্ট বদলালেও ভাগ্য বদলায়নি টাইগারদের।
তবে অ্যাডিলেডে বৃষ্টি সহায় হলেই জয় পেতো বাংলাদেশ। কারণ ভারতের ছুড়ে দেওয়া ১৮৫ রানে ব্যাটিংয়ে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান স্কোরবোর্ডে দাড় করায় লিটনরা। এমন সময়ই হানা দেয় বৃষ্টি। ফলে বন্ধ হয়ে যায় ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচটি আর মাঠে না গড়ালে বৃষ্টি আইনে ১৭ রানে এগিয়ে থেকে জয় তুলে নিতো বাংলাদেশ। কিন্তু সেটি আর হয়নি। ভেজা মাঠে বৃষ্টি থামতেই মাঠে গড়ায় ম্যাচটি। যেখানে শেষমেষ ৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের।
এমন ম্যাচ হারের পর টাইগার অধিনায়ক সাকিবও বললেন, ভারতের সাথে যখন খেলি গল্পটা এমনই থাকে। সাকিব বলেন, আমরা একদম পৌছে গিয়েছিলাম কিন্তু লাইনটা পার করতে পারিনি। সত্যি বলতে, আমরা যখন ভারতের সাথে খেলি সবসময় গল্পটা এমনই থাকে।
ম্যাচ হারলেও লিটন ও তাসকিনের প্রশংসা করেছেন সাকিব। তিনি বলেন, আমি মনে করি লিটন আমাদের বর্তমানে সেরা ব্যাটার। তার ব্যাটে আমরা বিশ্বাস করছিলাম ম্যাচটা জিতবো। কিন্তু দূর্ভাগ্য সেটা হলো না।
এসময় তাসকিনের প্রশংসা করে সাকিব বলেন, তাসকিন ভালো করেছে। কিন্তু সে আনলাকি ছিল কারণ একটা উইকেট পাইনি। আমাদের পরিকল্পনা ছিল তাদের টপ অর্ডার আউট করা। সেটা যতো দ্রুত করা যায়। কারণ তাদের শুরুর চারজন বিশ্বমানের ক্রিকেটার।