ঢাকাশনিবার , ৫ নভেম্বর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

বিএন‌পির সমাবেশে যোগ দিতে ড্রামে করে নদী পার!

Ar Monna
নভেম্বর ৫, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

ব‌রিশা‌লে সব ধর‌নের যাত্রীবা‌হি যান চলাচল বন্ধ থাকায় বি‌ভিন্ন পন্থায় বিএন‌পির সমা‌বেশস্থ‌লে আস‌ছেন নেতাকর্মীরা। কেউ নৌকায়, আবার কেউ ট্রলা‌রে চে‌পে ব‌রিশা‌লে আস‌ছেন। আবার কেউবা ড্রা‌মের ভেলায়ও নদী পারপার হ‌চ্ছেন। বিকেল পৌ‌নে ৩টায় ড্রা‌মের ওপর ভে‌সে নেতাকর্মীদের ব‌রিশালের মু‌ক্তি‌যোদ্ধা পার্ক সংলগ্ন নদী‌তে ট্রলার থে‌কে তী‌রে, আবার তীর থে‌কে ট্রলারে উঠতে দেখা গে‌ছে। আর এভা‌বে নদী পারাপার হয়ে সমা‌বেশস্থ‌লে আ‌সেন তারা।

ড্রা‌মে ভে‌সে আসা মো. র‌নি ব‌লেন, সরকার সবকিছু বন্ধ কর‌ছে যা‌তে সমা‌বেশস্থ‌লে আস‌তে না পা‌রি। ত‌বে ট্রলা‌রে রা‌তের আঁধা‌রে এ‌সে‌ছি, কিন্তু এখন দি‌ন, তাই ভিড়‌তে দি‌চ্ছে না তী‌রে। ফলে ড্রা‌মের ওপর ভে‌সে তী‌রে এ‌সে‌ছি। সমা‌বেশ সফল কর‌তেই হ‌বে আমা‌দের।

ড্রামে করে তীরে আসা শাওন নামে আরেকজন ব‌লেন, গণত‌ন্ত্র মুক্ত করার আ‌ন্দোল‌নে কো‌নো ছাড় নয়। খা‌লেদা জিয়া‌কে মুক্ত করার আ‌ন্দোলন চল‌বে। এদি‌কে সমা‌বেশ শুরু হওয়ার পরও অ‌নেক নেতাকর্মী নদী প‌থে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।