বিএনপি বরিশালে টাকার বিনিময়ে লোক ভাড়া করে মহাসমাবেশে করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দুর্যোগর নাম বিএনপি। তাদের ক্ষমতা দখলের স্বপ্ন রঙিন খোয়াব ছাড়া আর কিছুই নয়। আজ শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।
কাদের বলেন, ফখরুল সাহেব আমার প্রতি গোস্বা করেছেন। কারণ আমি বলেছি, দুবাই থেকে রাশি রাশি অর্থ আসছে। সে অর্থ এখন আকাশে উড়ে, বাতাসে উড়ে, রংপুরে উড়ে, ঢাকার বাতাসে উড়ে, এখন সে টাকা উড়ে বরিশালে গেছে।বরিশালে চারদিন ধরে সমাবেশ করছেন। রংপুরে দেখিছি বিছানা বালিশ নিয়ে শুয়ে পড়েছেন।
এসময় বিএনপির আন্দোলন ঠেকাতে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান কাদের। তিনি বলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া লোক এখন বিএনপির নেতা। দেশের মানুষ দণ্ডিত ও সন্ত্রাসীদের দেশ চালাতে দেবে না।বরিশালে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আগুন-সন্ত্রাসের ভয়ে পরিবহন মালিকরা বরিশালে গাড়ি বন্ধ রেখেছে।