ঢাকামঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

অস্ত্রপাচারে লিঙ্গ বদলে ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষীকা!

Ar Monna
নভেম্বর ৮, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। মনের টান থাকলে সব সমস্যা উড়ে যায় প্রেমিক হৃদয়ের শক্তিতে। শুধু দরকার প্রিয়জনের সমর্থন, একটু পাশে থাকা। তেমনই এক অনন্য ভালোবাসার গল্প তৈরি হলো ভারতে। প্রেমিকা ছাত্রীকে বিয়ে করতে নিজের লিঙ্গ পরিবর্তন করেছেন রাজস্থানের এক শিক্ষিকা। প্রেমের পূর্ণতা দিতে মীরা থেকে আরভ কুন্তাল বনে গেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, রাজস্থানের ভরতপুরে একটি স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষিকা ছিলেন মীরা। সেখানেই ছাত্রী কল্পনা ফৌজদারের সঙ্গে পরিচয় তার।

কল্পনা কাবাডি খেলোয়াড়। আগামী জানুয়ারিতে একটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে দুবাই যাওয়ার কথা রয়েছে তার। আরভ (আগের মীরা) জানান, স্কুলে খেলার মাঠে আলাপচারিতার সময় কল্পনার প্রেমে পড়ে যান তিনি।

নারী থেকে পুরুষ হয়ে ওঠার পথটা কেমন ছিল? আরভ বলেন, আমি মেয়ে হয়ে জন্মালেও সবসময় পুরুষ হতে চেয়েছি। অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করতে উৎসাহী ছিলাম। ২০১৯ সালের ডিসেম্বরে আমার প্রথম অস্ত্রোপচার করা হয়। আর ভালোবাসায় সব কিছুই ঠিক। সেই জন্যই লিঙ্গ পরিবর্তন করেছি।

তবে প্রেমিকা বলছেন, লিঙ্গ পরিবর্তন না করলেও আরভকেই বিয়ে করতেন তিনি। বিয়ের পরে কল্পনা বলেন, প্রথমদিন থেকেই আমি ওকে ভালোবাসি। যদি লিঙ্গ পরিবর্তন না-ও করত, তাহলেও আমি আরভকেই বিয়ে করতাম। কিন্তু ও যখন লিঙ্গ পরিবর্তন করতে চাইলো, তখন সেই সিদ্ধান্তকে সমর্থন করেছি। অস্ত্রোপচারের সময় আমি নিজে ওর সঙ্গে গিয়েছিলাম।

ভারতে এ ধরনের ঘটনা অপ্রচলিত হলেও উভয়ের পরিবারই এই বিয়ে মেনে নিয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।