ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

ওএমএসের আটা বাজারে বিক্রি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক!

Ar Monna
নভেম্বর ১১, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইলে সরকারের খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচির (ওএমএস) আটা বাজারে বিক্রির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আরিফুল ইসলাম রানা (২৭), তিনি পূবাইল থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের নন্দীবাড়ি এলাকার রহম আলীর ছেলে, এছাড়া আল আমিন (৩৫) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার সাতানীপাড়া গ্রামের লেহাজউদ্দিনের ছেলে ও হারুনুর রশিদ চাঁদপুর জেলা সদরের আবদুল মতিনের ছেলে যিনি বর্তমান টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া শান্তিবাগ এলাকায় বসবাস করেন।

অভিযানে ৩০০ কেজি আটাসহ নগদ ১ হাজার পঞ্চাশ টাকা জব্দ করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই দিন আদালতের মাধ্যমে তাদের কারাগারে নেয়।

পূবাইল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, তিনজনকে আটক করে কারাগারে নেওয়া হয়েছে। অনিয়ম-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।