ঢাকাবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

হানিফ ফ্লাইওভারে সুতায় গলা কেটে বাইকারের! কেউ বলছে ফাঁদ!

Ar Monna
নভেম্বর ১৭, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বুধবার (১৬ নভেম্বর) চলন্ত অবস্থায় সুতায় লেগে গলা কেটে গেছে শামসুল হক (৫১) নামের এক মোটরসাইকেলচালকের। এ সময় তাঁর গলা দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শামসুল হক জানান, তিনি রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেল চালান। তাঁর বাড়ি হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকায়। গতকাল ফ্লাইওভার দিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে একটি সুতায় তাঁর গলা কেটে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি ফ্লাইওভার থেকে নেমে পুলিশ বক্সের সামনে আসেন। পরে এক যুবক তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চিকন সুতায় ওই ব্যক্তির গলা কেটে যায়। সেটি ঘুড়ি ওড়ানোর সুতা হতে পারে, আবার ফাঁদ পাতার ঘটনাও হতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক পুলিশ খতিয়ে দেখছে।

হানিফ ফ্লাইওভারে সুতায় দুর্ঘটনার শিকারের ঘটনা এবারই প্রথম নয়। প্রায়সময়ই ছিনতাইকারীদের এমন ফাঁদে বড় ক্ষতির শিকার হচ্ছেন বাইকাররা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।