ঢাকাবুধবার , ২১ ডিসেম্বর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

অবশেষে অনুশীলনের জন্য ক্লাবে ফিরলেন এমবাপ্যে !

Ar Monna
ডিসেম্বর ২১, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ ফাইনালের রেশ এখনও পুরোপুরি কাটেনি। শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার কাছে হৃদয় ভাঙা হারের পর খুব বেশি সময় অবশ্য বাইরে বসে থাকলেন না কিলিয়ান এমবাপে। তিন দিনের কম সময়ের মধ্যেই পিএসজির অনুশীলনে যোগ দিলেন এই তারকা ফরোয়ার্ড।

লুসাইল স্টেডিয়ামে গত রোববারের ফাইনালে দুই গোলে পিছিয়ে পড়ার পর শেষ দিকে ৯৭ সেকেন্ডের ব্যবধানে এমবাপের জোড়া গোলে সমতায় ফেরে ফ্রান্স। আরেকবার পিছিয়ে পড়ার পর অতিরিক্ত সময়ের শেষ দিকে স্কোরলাইন ৩-৩ করেন এমবাপে। ১৯৬৬ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি।

পরে টাইব্রেকারেও বল জালে পাঠান এমবাপে। সেখানে ৪-২ গোলে হেরে যায় ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স।

দেশে ফিরে সোমবার সমর্থকদের উদযাপনে অংশ নেয় ফ্রান্সের খেলোয়াড়রা। মঙ্গলবার ২৪ বছরে পা রাখেন এমবাপে। পরদিন পিএসজির টুইটার পেইজে তার একটি ছবি পোস্ট করে অনুশীলনে ফেরার কথা জানানো হয়।

ধারণা করা হচ্ছিল, ফাইনালের পর দিন দশেক বিশ্রামে থাকবেন এমবাপে। তবে তার আগেই অনুশীলনে ফিরলেন তিনি।

আগামী ২৮ ডিসেম্বর লিগ ওয়ানে স্ত্রাসবুরের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে পিএসজি। সেই ম্যাচে এমবাপে খেলবেন বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।