ঢাকাশুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

আল্লাহ আল্লাহ করছিলাম যেন মেট্রোরেলে উঠতে পারি: কান্না চোখে সোলাইমান!

Ar Monna
ডিসেম্বর ৩০, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

সকাল তখন সাড়ে ৭টা ছুঁই ছুঁই। শীতের কুয়াশায় সূর্যের আলো তখনো ঝাপসা। এরই মাঝে যেন উত্তাপ ছড়াচ্ছে মেট্রো রেলের প্রথম যাত্রার অপেক্ষা। ঠিক সকাল ৮টা ৩৩ সেকেন্ডে হুইসেল বাজিয়ে যাত্রী নিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রো রেল।

দেশের প্রথম মেট্রো রেলে সরেজমিন ভ্রমণের সময় দেখা যায়, ট্রেনে যারা প্রথম উঠছেন তারা সবাই উচ্ছ্বসিত। সবাই ট্রেনে উঠে প্রথমে উল্লাস প্রকাশ করছেন।

তবে তাদের মধ্যে ব্যতিক্রম ছিলেন একজন। মেট্রো রেলের একটি কোচে ছলছল চোখে আসনে বসে আছেন মো. সোলাইমান। কারওয়ান বাজার থেকে এসেছেন। থাকেনও সেখানে। তার চোখে পানির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘স্টেশনে এসে সবাই দেখি যে প্যান্ট পরা। আমি দেখি যে লুঙ্গি পরা। এ জন্য চিন্তা করছিলাম আমারে কি উঠতে দিব, নাকি দিব না। মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম। আল্লাহ, যেন উঠতে পারি। আল্লাহ, গেট দিয়ে যেন ঢুকতে পারি। গেট দিয়ে যখন ঢুকতে পারছি তখন মনে মনে কই, আল্লাহ, মেট্রো রেলে উঠতে পারলাম। এটা মানুষকে বলব, সাথের লোককে বলতে পারব প্রথম দিন মেট্রো রেলে উঠছি। অন্য যাত্রীরা সেলফি তুলছেন, ভিডিও করছেন। অনেকেই ভিডিও কলে কথা বলছেন, দেখাচ্ছেন বাইরের দৃশ্য।

যাত্রীরা বলছেন, এমআরটি পাস নিতে একটু লেট হয়েছে। আর এটাই স্বাভাবিক। কারণ প্রথম অবস্থায় অভ্যস্ত হওয়ার বিষয় রয়েছে। তবে দেখে ভালো লাগছে, দেশে এখন ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটতে পারছি। দেশ এখন ডিজিটাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।