আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে, বার্সা অধ্যায় শেষ করে আরব দেশ কাতারের শীর্ষ পর্যায়ের লিগে খেলেছেন বিশ্বকাপ, ইউরো ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্প্যানিশ তারকা জাভি হার্নান্দেজ। বর্তমানে কোচিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বার্সেলোনার গুরুদায়িত্ব যে তার কাঁধেই।
এর আগে আল সাদে কোচিংও করিয়েছেন তিনি। ওই সূত্রে আরব লিগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা আছে জাভির। সৌদি আরবের ক্লাবের মুখোমুখিও হয়েছে তার কাতারের ক্লাব। ওই অভিজ্ঞতা জানিয়ে বার্সার ডাগআউটে দাঁড়ানো সাবেক মিডফিল্ডার বলেছেন, সৌদির লিগে খেলা রোনালদোর জন্য কঠিন হবে। কারণ সৌদি প্রো লিগ খুব কঠিন জায়গা।
সংবাদ মাধ্যমকে জাভি বলেন, ‘রোনালদো সৌদি আরবের অন্যতম সেরা ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন। তবে তাদের লিগ খুবই জটিল। আমি কাতারের আল সাদের কোচ হিসেবে তাদের বিপক্ষে কিছু ম্যাচে মুখোমুখি হয়েছি। এটা (রোনালদোর জন্য) চ্যালেঞ্জিং হবে।’
জাভি কাতার বিশ্বকাপের প্রসঙ্গও সামনে আনেন। জানান যে, অনেকেই ঢোল বাজিয়েছিল কাতার বিশ্বকাপ খারাপ হবে। কিন্তু তা তো হয়নি, ‘সৌদির ফুটবলে অনেক জায়গায় উন্নতি করার আছে। তেমনি স্পেনের ফুটবলেও আছে। অন্তত ২০০ সমস্যা সমাধান করার আছে। কারণ সকলেই চান ফুটবল বৈশ্বিক হোক।’