ঢাকাশুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

২ তরুনিসহ যাত্রীদের গেট লাগিয়ে পেটালেন বাসচালক!

Ar Monna
জানুয়ারি ২০, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসের মধ্যে যাত্রীদের সঙ্গে চালকের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় প্রজাপতি পরিবহণের জনি নামের এক চালক বাসের গেট লাগিয়ে যাত্রীদের গায়ে হাত তুলেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে মিরপুর ১০ নম্বরে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় বাস থেকে লাফিয়ে পড়ে অনেক যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে জন তরুণীও রয়েছেন। ওই বাসের নাম প্রজাপতি পরিবহন। ঘটনার পর বাসের চালক আটক হলেও হেলপার পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী ফাতেমা, জিহাদ ও সোহাগসহ আরও কয়েকজন জানান, বুধবার রাত ৯ টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে প্রজাপতি পরিবহনের বাসটি মিরপুর ১২ নম্বরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

পথিমধ্যে মিরপুর ১০ নম্বরে পৌঁছালে সেখানে একজন যাত্রী নামেন। এরপর মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডে আরেকজন যাত্রী নামতে চাইলে বাসের চালক জনি অন্য যাত্রীদের অকথ্য ভাষায় গালাহাল শুরু করেন। এতে রায়হান চৌধুরি নামে এক যাত্রী প্রতিবাদ করলে চালক জনি তার আসন থেকে উঠে বাসযাত্রী রায়হানের গালে কষে চড় মারেন। বাসের অন্য যাত্রীরা এর প্রতিবাদ করেলে জনি বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটাতে থাকেন।এক পর্যায়ে পুরো বাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় বাস চালক জনিকে আটক করা হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।