পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়ের জামাই হলেন বর্তমান সময়ের তারকা পেসার শাহিন আফ্রিদি। দুই বছর আগেই আফ্রিদি কন্যা আনশার সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। এরপর শুক্রবার (৩ জানুয়ারি) শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আনশা আফ্রিদিকে বিয়ে করেছেন শাহিন।
শুক্রবার করাচির জাকারিয়া মসজিদে গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ে পড়ানোর পর ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই দম্পতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহিন-আনশার বিয়েতে বসেছিল তারকার মেলা। বাবর আজম, সরফরাজ আহমেদ, নাসিম শাহসহ আরো অনেক ক্রিকেটারই হাজির হয়েছিলেন শাহিনের দাওয়াতে। সাবেকদের মধ্যে ছিলেন শহীদ আফ্রিদির দীর্ঘদিনের সতীর্থ মোহাম্মদ হাফিজ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।