ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

আজ মুখোমুখি দুই দল, সারা দেশে উৎকণ্ঠা

Ar Monna
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বড় দুটি রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালন করবে আজ। আওয়ামী লীগ শান্তি সমাবেশ এবং বিএনপি পদযাত্রা করবে। কর্মসূচি ঘিরে দু’দলই এদিন রাজপথে ব্যাপক শোডাউনের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির প্রমাণ দিতে চায়। তৃণমূলে দুটি বড় রাজনৈতিক দলের এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে দুই দলের পক্ষ থেকেই দাবি করা হয়েছে কর্মসূচি শান্তিপূর্ণ হবে।

বিএনপি ও সমমনা দলগুলো নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফার ভিত্তিতে চলমান গণআন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করবে। অন্যদিকে বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। ইতোমধ্যেই ক্ষমতাসীন দলটিকে পাল্টা কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বিএনপি। এদিকে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।