ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. Btribune Eng
  2. আন্তর্জাতিক
  3. এক্সক্লুসিভ
  4. খেলার বার্তা
  5. চাকুরি – শিক্ষা
  6. জাতীয়
  7. ধর্ম
  8. বিজ্ঞান – প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. স্যোসাল মিডিয়া

শাবনূর আপুর যন্ত্রণায় ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছি না: পূর্ণিমা

barta-tribune
মার্চ ৪, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় দুই অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমা। এখন সিনেমা থেকে তো বটেই, দেশ থেকেও অনেক দূরে রয়েছেন শাবনূর। অন্যদিকে দেশে থাকলেও সিনেমার খুব একটা বেশি দেখা যায় না পূর্ণিমাকে। তবে বিভিন্ন টিভি শো ও অনুষ্ঠানের উপস্থাপনায় সরব তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়াতে ঘুরতে গেছেন পূর্ণিমা । আর দেশটির সিডনি শহরে বর্তমানে বসবাস করেন শাবনূর। সেখানেই মিলিত হয়েছেন এই দুই তারকা। এরপর ভক্তদের সঙ্গে ফেসবুক লাইভে এসে আড্ডাও দিলেন তারা।দীর্ঘদিন পর সামনাসামনি সাক্ষাতে প্রাণ খোলা আড্ডায় একে অপরকে প্রশংসায় ভাসালেন দুজনে। আড্ডার মাঝে শাবনূরের জনপ্রিয়তা ও অভিনয়গুণ নিয়ে ভক্তদের উদ্দেশে মজার এক ঘটনা শোনালেন পূর্ণিমা।

পূর্ণিমা বলেন, ‘আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। আপু তখন সুপারডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছি না এবং কোনো ছবির ধারে কাছে যেতে পারছি না। যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন— কী এক্সপ্রেশন দাও, শাবনূরের মতো করো। শাবনূরকে নকল করো। শাবনূরকে কপি করো। সবাই বলছে যে, শাবনূরের এক্সপ্রেশন দেখছ? ওর চোখ কথা বলে ঠোট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি তখন বলতাম জ্বি জ্বি, আমি কর্ণারে গিয়ে কান্না করতাম।’

অপরদিকে পূর্ণিমারও অভিনয়গুণ ও উপস্থাপনার প্রশংসায় ভাসান শাবনূর। সেই সঙ্গে দীর্ঘদিন পর পূর্ণিমার সঙ্গে দেখা হওয়ায় আপ্লুত শাবনূর বলেন, ‘আমি আবেগে আপ্লুত পূর্ণিমাকে দেখে। সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখে খুব ভালো লাগতেছে।’এরই মাঝে শাবনূর বলেন, ‘অনেকেই মনে করে আমাদের দুজনের সম্পর্ক দা-কুড়ালের মতো। আসতে কিন্তু তা নয়। আপনাদের ভুল ধারণা, আমাদের দুজনের কিন্তু দা-কুড়াল সম্পর্ক না।’ আড্ডায় একসঙ্গে সিনেমা করারও ইচ্ছা প্রকাশ করেন একসময়ের তুমুল জনপ্রিয় এই দুই চিত্রনায়িকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।